জন্মদিনের বেলুন উড়ে পড়ল ৫০০ মাইল দূরে
প্রথম আলো
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৮:৪৯
বিশ্বজুড়ে প্রতিদিনই কোনো না কোনো বিচিত্র ঘটনা ঘটে। এর মধ্যে কিছু থাকে মন ভালো করার মতো। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে। সেখানকার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের জন্মদিনের বেলুন হাত ফসকে উড়ে গিয়ে পড়ে ৫০০ মাইল দূরে। তবে যিনি এই বেলুন পেয়েছেন, তিনি ছাত্রটির জন্য ডাকযোগে নানান উপহার পাঠিয়েছেন। খবর ইউপিআই
বেলুন হারিয়ে উপহার পাওয়া ওই স্কুলছাত্রের নাম ক্যাসন জনসন। সে মিজৌরির মাউন্টেন গ্রোভ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আর যিনি বেলুন পেয়েছেন, তিনি হলেন ৫০০ মাইল দূরের টেনেসি অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের বাসিন্দা টড হুইলার। পেশায় কাঠমিস্ত্রি তিনি।