বান্দরবানের চার উপজেলায় ভ্রমণের নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত বাড়ল
বান্দরবানের চারটি উপজেলায় নিরাপত্তার কারণে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতায় থাকা উপজেলা চারটি হচ্ছে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম। ২৩ অক্টোবর থেকে আলীকদম ও থানচি উপজেলায় এবং এর দুই দিন আগে থেকে রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের চিঠির আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২৩ অক্টোবর জারি করা পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। জনস্বার্থে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় দেশি–বিদেশি পর্যটকদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।