![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252Fce29fe20-d3c3-46f4-889c-9a2c697d2c2c%252FShanto_batting_against_Zim__8.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1688%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
স্ট্যান্ড বাই থেকে এসে নাজমুলের ‘প্রথম’
দীর্ঘদেহী ব্লেসিং মুজারাবানির বলগুলো সাধারণত প্রায় ফুল লেংথ থেকে লাফিয়ে কিপারের গ্লাভসে যায়। ব্রিসবেনের বাউন্সটা যে তিনি উপভোগ করবেন, সেটা জানা কথা। আজ নিজের প্রথম বলটা একটু বেশিই সামনে করেছেন তিনি। নাজমুল হোসেন জিম্বাবুয়ের এই পেসারের গা গরম করা বলটি কাজে লাগিয়েছেন স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মেরে।
শেষ পর্যন্ত নাজমুলের ব্যাট থেকে এসেছে ৫৫ বলে ৭১ রানের ঝলমলে ইনিংস, যা টি-টোয়েন্টিতে তাঁর ক্যারিয়ার–সেরা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ফিফটিও।
সুযোগ নষ্ট করার অজস্র উদাহরণ আছে বাংলাদেশ ক্রিকেটে। নাজমুল এবার সে পথে এগোননি। বিশ্বকাপ দলে তাঁর দলে জায়গা নিয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছেন ঠিক মুজারাবানির ফুল লেংথের বলে স্ট্রেট ড্রাইভে চার মারার মতো করে। অথচ বিশ্বকাপের জন্য ঘোষিত মূল দলে নাম ছিল না নাজমুলের। স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।