কুমির স্যুটকেসে নিয়ে যাত্রা

প্রথম আলো মিউনিখ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১৩:৩৭

বিদেশযাত্রার সময় সাধারণত দরকারি সব জিনিসে ঠাসা থাকে স্যুটকেস। তবে কেউ স্যুটকেসে জ্যান্ত কুমির ভরে বিদেশে যাচ্ছেন—এমন ঘটনা নিশ্চয়ই স্বাভাবিক নয়। জার্মানির মিউনিখ বিমানবন্দরে এই অস্বাভাবিক ঘটনাই ঘটেছে।


মিউনিখ বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল ৪২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিকের। তল্লাশির জন্য তাঁর স্যুটকেসটি যথারীতি এক্স–রে স্ক্যানারের নিচে রাখা হয়। এ সময় স্যুটকেসে অস্বাভাবিক কিছু দেখতে পান বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। এরপর স্যুটকেসটি খুললে পাওয়া যায় জ্যান্ত একটি কুমির।


মিউনিখ বিমানবন্দরের এ ঘটনা গত মাসের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এরপর গণমাধ্যমের শিরোনাম হয়। টুইটারে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, স্যুটকেসের মধ্যে কুমিরটি কুণ্ডলী পাকিয়ে রাখা। সারা শরীরে জড়ানো পলিথিন। টেপ দিয়ে সেটির মুখ বাঁধা। অনাবৃত ছিল শুধু নাকের অংশটুকু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও