‘যুগপৎ আন্দোলনে’ শক্তি বৃদ্ধির চেষ্টায় গণতন্ত্র মঞ্চ
প্রথম আলো
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১৩:৩৪
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শক্তি বাড়াতে বিএনপির পাশাপাশি এবার মাঠে নামছে বামধারার সাতটি দল ও সংগঠনের জোট গণতন্ত্র মঞ্চ। আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে নেই, এমন বাম ও গণতান্ত্রিক ধারার দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবি আদায়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর সঙ্গে ‘যুগপৎ আন্দোলনে’ শামিল হওয়ার মনস্থির করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
যেসব বিবেচনার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাঁরা, তা নিয়ে অপর দলগুলোর সঙ্গে আলোচনা করাই রাজনৈতিক মতবিনিময়ের অন্যতম উদ্দেশ্য বলে জানান গণতন্ত্র মঞ্চের দায়িত্বশীল একাধিক নেতা। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ যে প্রক্রিয়ায় যুক্ত হতে চাইছে, সে বিষয়ে অন্য দলগুলোকে বোঝানোও মতবিনিময়ের অন্যতম লক্ষ্য বলে জানান তাঁরা।