 
                    
                    জিম্বাবুয়েকে সম্মান জানিয়েই জয়ের ছক কষছে বাংলাদেশ
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১৮:২৮
                        
                    
                গ্যাবায় বৃহস্পতিবার আইসিসি ডিজিটালের কোনো অনুষ্ঠানের শুটিং করছিলেন পমি এমবাংওয়া। কাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় পরদিনের ম্যাচ নিয়ে জিজ্ঞেস করতেই এই ধারাভাষ্যকার ও জিম্বাবুয়ের সাবেক পেসার হাসিমুখে বললেন, “জিম্বাবুয়েই সম্ভবত ফেভারিট, আশা করি ওরাই জিতবে…।” মাস ছয়েক আগে এই কথা শুনলে হয়তো অনেকের চোখ কপালে উঠত। এখন এটিকেই মনে হচ্ছে স্বাভাবিক।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবে এখনও অনেক এগিয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের সঙ্গেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তারা, ১৯ ম্যাচে জয় ১২টি। কিন্তু বিশ্বমঞ্চে যখন প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল, ফেভারিট তখন জিম্বাবুয়েই এবং এতে দ্বিমত করার লোক খুব বেশি হয়তো নেই।
 
                    
                 
                    
                 
                    
                