![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Oct/1667038770_new-project-2022-10-29t154852-388.jpg)
প্রযুক্তিই বলে দেবে চিকিৎসা পদ্ধতি, ভাঙা হাড় জুড়তে নয়া আবিষ্কার গুয়াহাটির বিজ্ঞানীর
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১৮:২৩
উরুর হাড় ভাঙলে, অস্ত্রোপচার করতে হবে কি না বা করলেও তার পরের চিকিৎসা পদ্ধতি কেমন হবে, তা বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই একটি মডেল আবিষ্কার করে চিকিৎসা জগতে সাড়া ফেলে দিয়েছেন গুয়াহাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র একদল গবেষক।
বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে পায়ের এই অংশটি ভাঙলে তা জোড়া দেওয়া যথেষ্টই কষ্টকর এবং ব্যয়বহুল। রোগীর শারীরিক কষ্ট এবং তার পরিবারের উপর অস্ত্রোপচারের আর্থিক চাপ লাঘব করতেই গুয়াহাটি ‘আইআইটি’-র শিক্ষক সুদীপ্ত চন্দ এবং একদল গবেষক এই মডেলটি তৈরি করেছেন।