You have reached your daily news limit

Please log in to continue


শোষণের বেড়াজালে মানুষের প্রাণ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগানটিই বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের আসল চিত্র বলে আমি মনে করি। আর সে কারণেই স্লোগানের প্রথম অংশটুকু লেখার শিরোনাম হিসেবে ব্যবহার করলাম। মানুষের অধিকার, স্বাধীনতা আর সাম্যের জন্য উদীচী প্রতিষ্ঠার পর থেকেই সাংস্কৃতিক সংগ্রাম করে আসছে। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে উদীচী যেমন বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছে, তেমনি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে এবং মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের যেকোনো ক্রান্তিলগ্নে উদীচী প্রতিবাদের মিছিলে হেঁটেছে আদর্শের মশাল হাতে।

সাংস্কৃতিক সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অধিকার চেতনার লড়াইকে গ্রামগঞ্জে, শহরে-বন্দরে সর্বত্র ছড়িয়ে দিতে উদীচীর ৭১টি সাংগঠনিক জেলা সংসদ এবং জেলা সংসদের অধীনে ৩১৫টি শাখা একযোগে কাজ করে যাচ্ছে। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায়ও উদীচীর শাখা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন