ফিলিপস-ঝড়ের পর বোল্টের তাণ্ডবে উড়ে গেল শ্রীলঙ্কা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১৮:০৮
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ড যেন সেঞ্চুরি-প্রসবা! বাংলাদেশের বিপক্ষে এ মাঠেই সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। আজ এখানে আরেকটি সেঞ্চুরি হলো, যেটি করেছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ৬৪ বলে তাঁর ১০৪ রানের ইনিংসেই শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়েছে কিউইরা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে বড় বিপদেই পড়েছিল নিউজিল্যান্ড। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই বিপদ তো ফিলিপস বাড়তে দেনইনি, বরং নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন লড়াই করার মতো স্কোর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১০২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।