কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসল ভেবে নকল পেস্ট্রি বিক্রি

প্রথম আলো জাপান প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১৭:০৪

পেস্ট্রি কার না পছন্দ? রাস্তার পাশের দোকানে থরে থরে সাজানো পেস্ট্রি দেখে, খাওয়ার সাধ জাগতেই পারে। তবে পেস্ট্রি কেনার পর যদি দেখেন সেটি আসল নয় নকল, তাহলে কেমন লাগবে! এভাবে ক্রেতাকে ভুল করে নকল পেস্ট্রি দেওয়ার একটি ঘটনা ঘটেছে জাপানে।


ঘটনাটি গত সপ্তাহের। পশ্চিম জাপানের তোত্তোরি শহরে ছোট একটি দোকানে পেস্ট্রি সাজানো দেখে কিনতে গিয়েছিলেন দুই ব্যক্তি। তবে সেগুলো আসল ছিল না, ছিল প্লাস্টিকের তৈরি নমুনা। নমুনাগুলো দেখতে এতটাই আসলের মতো ছিল যে তা ধরতে পারেননি দোকানটির কর্মীও। না বুঝে দুজনের কাছে পাঁচটি পেস্ট্রি বিক্রি করেন তিনি। 


তবে ওই দুই ক্রেতার ভাগ্য ভালো বলতেই হবে। প্লাস্টিকের পেস্ট্রিতে দাঁত বসিয়ে ব্যথা পাওয়ার আগেই বিষয়টি টের পেয়েছিলেন তাঁরা। পরে সেগুলো দোকানে ফিরিয়ে দেন। ততক্ষণে দোকানের কর্মীরাও অবশ্য নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও