২৩ বছর, ১৩ বিশ্বকাপ পর বাংলাদেশ-জিম্বাবুয়ে এই প্রথম
প্রথম আলো
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১৬:৪৩
আবার জিম্বাবুয়ে!
মাস তিনেক আগেও এভাবেই বিরক্তি প্রকাশ করতেন অনেকে। প্রতিবছরই যেন একটি করে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ, কখনো তো এক বছরে দুবারও। রসিকতাও করতেন কেউ কেউ। বাংলাদেশ যদি ছন্দ হারিয়ে বিবর্ণও থাকে মাঠে, জিম্বাবুয়েকে সামনে পেলেই যেন ছন্দ ফিরে পায়। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা ব্যাটসম্যান-বোলাররাও পেয়ে যান স্বরূপে ফেরার মোক্ষম সুযোগ।
ছন্দ হারালেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলা আর বাংলাদেশের ‘বাঘ’ হয়ে ওঠা—তিন মাস আগেও উচ্চারিত হওয়া এসব রসিকতা আর বিরক্তির আবহ এখন পাল্টে গেছে। জুলাই-আগস্টে হারারেতে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুটি সিরিজেই জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল ছন্দে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপেও।