You have reached your daily news limit

Please log in to continue


চলে গেলেন ‘রক এন রোল’ তারকা জেরি লি লুইস

জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব, ‘রক এন রোল’-এর পথিকৃত জেরি লি লুইস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেমফিসের দক্ষিণে মিসিসিপির ডেসোটো কাউন্টিতে নিজের বাড়িতে মারা যান লুইস। মৃত্যুকালে শিল্পীর পাশে ছিলেন স্ত্রী জুডিথ। শেষ দিনগুলোতে লুইস স্ত্রীকে বলেছিলেন তিনি পরকালকে স্বাগত জানিয়েছেন এবং মৃত্যুকে ভয় পান না।’

আমেরিকান প্রখ্যাত পিয়ানো বাদক, গায়ক এবং গীতিকার ছিলেন লুইস। ২০ শতকের সবচেয়ে প্রভাবশালী পিয়ানোবাদকদের একজন ভাবা হতো তাকে। ‘গ্রেট বল অব ফায়ারসহ’ লুইসের গানগুলো ও উদ্যমী পারফরম্যান্স ১৯৫০-এর দশকে প্রভাবশালী আমেরিকান পপসংগীতে ‘রক এন রোল’ যুগের জাগরণ ঘটিয়েছিল। মিক জ্যাগার, শেরিল ক্রো, উইলি নেলসন প্রমুখের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন এই সংগীত তারকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন