You have reached your daily news limit

Please log in to continue


৭৫ বছর পর জানা গেলো, প্রদর্শনীতে উল্টো ঝুলছিল ছবিটি

দীর্ঘ ৭৫ বছর ধরে বিভিন্ন প্রদর্শনীতে উল্টোভাবে দেখানো হচ্ছিল বিখ্যাত ডাচ শিল্পী পিয়েট মন্ড্রিয়ানের একটি বিমূর্ত (অ্যাবস্ট্রাক্ট) শিল্পকর্ম। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, এতদিন উল্টো ঝোলানো ছিল সেটি। সম্প্রতি এই রহস্য ভেদে করেছেন এক জার্মান কিউরেটর। তবে এত বছর পরে ঠিকভাবে ঝোলাতে গেলে ছবিটি ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। খবর বিবিসির।

জানা গেছে, মন্ড্রিয়ানের সেই শিল্পকর্মটির নাম ‘নিউইয়র্ক সিটি আই’। ১৯৪১ সালে ছবিটি এঁকেছিলেন তিনি। এটি প্রথমবারের মতো প্রদর্শনীতে তোলা হয় নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে ১৯৪৫ সালে। ১৯৮০ সাল থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরের নর্থ রাইন-ওয়েস্টফালিয়া জাদুঘরে রয়েছে ‘নিউইয়র্ক সিটি আই’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন