কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মূল্যস্ফীতির চাপ সরকারের ঋণের ব্যয় বাড়াচ্ছে

সমকাল প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১২:৫৪

বাংলাদেশে করোনা-পরবর্তী সময়ে সরকারের অভ্যন্তরীণ ঋণের ব্যয় অনেক বেড়ে গেছে। সরকারের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৮ শতাংশ ছাড়িয়েছে, যা ভারত, চীনসহ উদীয়মান এশিয়ার অনেক দেশের তুলনায় বেশি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বেশিরভাগ দেশে সরকারি ঋণের সুদহার বেড়েছে। এর প্রধান কারণ মূল্যস্ম্ফীতির চাপ। অন্যান্য দেশেও একই পরিস্থিতি।


গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে প্রকাশিত এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ওপর আইএমএফের 'রিজিওনাল ইকোনমিক আউটলুক' শিরোনামের প্রতিবেদনে এমন তথ্য রয়েছে। আইএমএফের এ প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন সংস্থাটির একটি মিশন বাংলাদেশের প্রস্তাবিত সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের ওপর আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে। মিশনটি এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে ব্যাংকের সুদহারে আরোপিত সীমা প্রত্যাহারের পরামর্শ দিয়েছে। আগামীকাল রোববার তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আবারও বৈঠক করবে। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদহার ৮ শতাংশের নিচে ছিল। আর করোনার সময় সুদহার ছিল ৬ শতাংশের নিচে। ভারতে একই মেয়াদের বন্ডের সুদহার ৮ শতাংশের নিচে রয়েছে। চীনে এ হার ৩ শতাংশেরও কম। প্রতিবেদনের ছকে উল্লেখিত উদীয়মান এশিয়ার অন্যান্য দেশে বাংলাদেশের তুলনায় এর সুদহার কম রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও