You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের অনুষ্ঠানে রসগোল্লায় টান, মারামারিতে গেল তরুণের প্রাণ

ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে রসগোল্লা নিয়ে মারামারির জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত বুধবার রাতে দেশটির উত্তর প্রদেশের আগ্রা জেলার এতমাদপুরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিয়ের অনুষ্ঠানে খাওয়াদাওয়ার পর্বে রসগোল্লার ঘাটতির জেরে এই মারামারির সূত্রপাত হয়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৬ অক্টোবর রাতে উসমান আহমেদের দুই মেয়ের সঙ্গে ওয়াকার আহমেদের দুই ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে খাবার পরিবেশনের একপর্যায়ে রসগোল্লায় টান পড়ে। এ নিয়ে বর-কনে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। তর্ক গড়ায় মারামারিতে। এ সময় তারা পরস্পরের দিকে প্লেট ও চেয়ার ছুড়ে মারে। এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করতে চামচ ও ছুরি ব্যবহার করে। এতে হতাহতের ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন