কেমন দেখতে গর্ভকালের প্রথম দিকের ভ্রুণ?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ১২:৫৮
নতুন আইন ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্রের ১৪ রাজ্যে গর্ভপাত পুরোপুরি নিষিদ্ধ অথবা কঠোরভাবে নিয়ন্ত্রিত। এর মধ্যে ১৩ রাজ্যের নিয়ম হল, গর্ভকালের একেবারে প্রাথমিক পর্যায়েও গর্ভপাত করানো যাবে না।
গার্ডিয়ান লিখেছে, অনেক রাজ্যেই গর্ভপাতকে এখন আর চিকিৎসার অংশ ধরা হচ্ছে না; বরং বিচার করা হচ্ছে নৈতিকতার চোখে।
গর্ভপাত নিষিদ্ধ হওয়ার আইনের বিরোধিতা যারা করছেন, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা উচিত বলেও মন্তব্য করেছেন পেনসিলভানিয়া রাজ্যের সাবেক রিপাবলিকান সেনেটর ডোগ মাসট্রিয়ানো।