ঢাকায় ছিনতাইকারীদের হাতে আট মাসে ১৮ খুন

কালের কণ্ঠ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ০৯:০০

রাজধানীতে গত আট মাসে ১১৬ জন খুন হয়েছে। এর মধ্যে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছে ১৮ জন। সবশেষ ধানমণ্ডি লেকে ছিনতাইকারীর হাতে খুন হন মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, এখন সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে উত্তরা, মিরপুুর, ধানমণ্ডি, তেজগাঁও ও মতিঝিল এলাকায়।


এর মধ্যে ধানমণ্ডি অন্য আবাসিক এলাকাগুলোর চেয়ে ছোট, কিন্তু সে তুলনায় অপরাধ বেশি হচ্ছে এই এলাকায়।  


ভুক্তভোগীদের অভিযোগ, ছিনতাইয়ের ঘটনায় প্রতিকার মেলে কম। বেশির ভাগ ভুক্তভোগী থানায় মামলা বা সাধারণ ডায়েরি করে না। ডিএমপি কমিশনার প্রতি মাসেই বলছেন, ছিনতাইকারীদের ঠেকাতে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু ছিনতাইয়ের ঘটনা কমছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও