একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘প্রিয় সত্যজিৎ’
উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। এ নির্মাতাকে নিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করেছেন প্রসূন রহমান। এপ্রিলে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তা পেছানো হয়। তার প্রয়াণ দিবসে (২৩ এপ্রিল) সিনেমার দুটি পোস্টার মুক্তি দেয়া হয়েছিল, যেগুলো বেশ প্রশংসা পেয়েছে সত্যজিৎ ভক্তদের।
‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে না এলেও দাপটের সঙ্গে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে। উৎসবযাত্রার শুরুতেই কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামী ১২ নভেম্বর ভ্যাংকুবারের ‘এসএফইউ’ থিয়েটারে বেলা দেড়টায় প্রদর্শিত হবে প্রিয় সত্যজিৎ। এরপর ২৭ নভেম্বর সিনেমাটি ইউরোপিয়ান প্রিমিয়ার হবে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ইউরোপের পর এশিয়ান প্রিমিয়ার হবে ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। নয় দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে ৯-১৬ ডিসেম্বর পর্যন্ত। কেরালার পর ‘প্রিয় সত্যজিৎ’ প্রদর্শিত হবে ভারতের সম্মানজনক উৎসব জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এখানেই শেষ নয়, চারটি সম্মানজনক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনীর পর আগামী বছরের শুরুতেই এ সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং এটি বাংলাদেশে প্রথম প্রদর্শনী। দেশের সবচেয়ে বড় ও সম্মানজনক উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ১৪-২২ জানুয়ারি।