![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F10%2F27%2F-5a1fa1ed369d07ebdc5a3dbbe341d88b.jpg%3Fjadewits_media_id%3D820333)
দুবলার চরের শুঁটকি থেকে রাজস্ব আসবে ৪ কোটি টাকা
বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে শুঁটকি মৌসুম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার জেলে সেখানে জড়ো হবেন। এবার শুঁটকি থেকে চার কোটি টাকা রাজস্ব আসবে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর দুবলার চরের উদ্দেশ্যে রওনা হবেন জেলেরা। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন উপকূলের জেলে-মহাজনরা। সাগরে যেতে যে যার মতো করে প্রস্তুত করছেন জাল, দড়ি, নৌকা ও ট্রলার। কেউ কেউ তৈরি করেছেন নতুন ট্রলার, আবার কেউ পুরনোটিকে মেরামত করে নিয়েছেন। বন বিভাগের পাস নিয়ে তারা দুবলার চরে যাচ্ছেন। সাগরে এখন দস্যুদের উৎপাত না থাকলেও ঝড়ের ক্ষয়ক্ষতির ঝুঁকি মাথায় নিয়েই যাত্রা শুরু করবেন তারা।