বাস ধর্মঘট ডেকে এবার রংপুরে সমাবেশ ‘ঠেকানোর চেষ্টা’

প্রথম আলো রংপুর সদর প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ০৮:৩৬

এবার রংপুরেও বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে বাস ধর্মঘটের ডাক দেওয়া হলো। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি। গতকাল বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দেওয়ার সময় এর কারণ হিসেবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবির কথা উল্লেখ করেছে বাসমালিকদের সংগঠনটি। তবে বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, গণসমাবেশ বানচাল করতেই এই ‘অপকৌশল’ নেওয়া হয়েছে। রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ আগামীকাল হওয়ার কথা।


এদিকে বগুড়া থেকে রংপুর বিভাগের ১০টি রুটে বাস চলাচল আজ সকাল ছয়টা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতি গতকাল ধর্মঘটের এ ডাক দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও