![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F4913f1fd-610a-46f3-978b-59b97eb26059%252FDonald_Dean_Studey.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
৩০ বছরে ৭০ নারীকে খুন করেছেন বাবা, দাবি মেয়ের
প্রথম আলো
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১৬:৪০
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের এক নারী দাবি করেছেন, তাঁর বাবা ৩০ বছরে প্রায় ৭০ জন নারীকে হত্যা করেছেন। নিউজউইকসহ একাধিক মার্কিন গণমাধ্যম এই খবর দিয়েছে।
ভয়াবহ এই অভিযোগের শেষ এখানেই নয়। লুসি স্টুডি নামের ওই নারী আরও বলেন, তিনি ও তাঁর ভাইবোন এসব লাশ পুঁতে ফেলতে বাবা ডোনাল্ড ডিন স্টুডিকে সাহায্য করেছিলেন।
লুসি নিউজউইককে বলেন, ‘আমি জানি, লাশগুলো কোথায় পুঁতে ফেলা হয়েছে।’
লুসির দেখানো জায়গায় দেহাবশেষ চিহ্নিত করেছে প্রশিক্ষিত কুকুর। এই দেহাবশেষ মানুষের হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।