২.৫ শতাংশ অর্থ দিয়ে ঋণ অবসায়নের সুযোগ মিলবে
বস্ত্র খাত-বহির্ভূত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এখন থেকে ৫০ লাখের বেশি ঋণ অবসায়নে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এ-সংক্রান্ত নীতিমালা জারি করেছে। নতুন এ নীতিমালার আওতায় ৫০ লাখ টাকা বা তার বেশি মূল ঋণ থাকলে আড়াই শতাংশ অর্থ জমা দিয়ে ওই ঋণ অবসায়নের সুযোগ নেওয়া যাবে। ঋণের বাকি টাকা তিন বছরের মধ্যে কিস্তিতে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত নীতিমালায় আরও বলা হয়েছে, স্থাবর সম্পত্তি বিক্রি করে কোনো ঋণ সমন্বয়ের প্রয়োজন দেখা দিলে ব্যাংক-সংশ্লিষ্ট গ্রাহককে তিন বছরের মধ্যে এককালীন ঋণ পরিশোধের সুযোগ দিতে পারবে। এ সময়ের মধ্যে ঋণ সমন্বয় না হলে এককালীন সুবিধা বাতিল হয়ে যাবে। আর ঋণ সমন্বয় না হওয়া পর্যন্ত তা খেলাপি হিসেবে চিহ্নিত হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে