![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F9a221eb2-7580-421f-bfeb-0d62010107aa%252Fsimione.jpg%3Frect%3D97%252C0%252C3524%252C1982%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
চ্যাম্পিয়নস লিগে বাপ–বেটার দুই রকমের রাত
প্রথম আলো
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১৬:৩৩
একদিকে অর্জনের আনন্দ, আরেক দিকে বিসর্জনের বেদনা। একই রাতে বিপরীত দুই অনুভূতি উপস্থিতি সিমিওনে পরিবারে। ইতালির নাপোলিতে ছেলে জিওভান্নি যখন জোড়া গোল করে রেকর্ডের উচ্ছ্বাসে ভাসছিলেন, বাবা দিয়েগো মাদ্রিদে ডুবে গেছেন শোকের সাগরে। আতলেতিকো মাদ্রিদের ডাগআউটে প্রায় এক যুগে এমন কঠিন রাত যে আর আসেনি দিয়েগো সিমিওনের।
চ্যাম্পিয়নস লিগে কাল রাতে গ্রুপ পর্বে দিয়েগো সিমিওনে ছিলেন আতলেতিকো মাদ্রিদের ডাগআউটে। ৫২ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচের বড় ছেলে জিওভান্নি খেলেন নাপোলিতে।
গতকাল চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের খেলায় রেঞ্জার্সের বিপক্ষে জোড়া গোল করেছেন জিওভান্নি। নাপোলিও জয় পায় ৩-০ ব্যবধানে।