চ্যাম্পিয়নস লিগে গত রাতে যা ঘটেছে

প্রথম আলো প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১২:৩০

প্রথম চার ম্যাচের তিনটিতে হেরে আগেই গ্রুপ পর্ব থেকে বার্সেলোনার বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বুধবার রাতে ‘প্রায় নিশ্চিত’কে ‘নিশ্চিত’ বানিয়ে দিয়েছে ইন্টার মিলান। ভিক্তোরিয়া প্লজেনকে ইন্টার ৪-০ গোলে হারানোয় দুই ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বার্সা। গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আতলেতিকো মাদ্রিদ আর আয়াক্সেরও। অন্যদিকে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল, ইন্টার মিলান ও পোর্তো।


জেনে নেওয়া যাক, বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলোয় কী ঘটেছে-


গ্রুপ ‘এ’


নাপোলি ৩-০ রেঞ্জার্স
প্রথম চার ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল নাপোলির। গত রাতে ইতালিয়ান ক্লাবটি পেয়েছে টানা পঞ্চম জয়ও। জিওভান্নি সিমিওনের জোড়া গোল আর লিও স্টিগার্ডের এক গোলে রেঞ্জার্সকে ৩-০ ব্যবধানে হারায় নাপোলি। এটি ছিল গ্রুপে রেঞ্জার্সের টানা পঞ্চম হার।


জেনে রাখা ভালো: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ইতালির প্রথম ক্লাব হিসেবে ২০ বা তার বেশি গোল করেছে নাপোলি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও