সিত্রাংয়ের প্রভাবে ডেঙ্গু বাড়ার শঙ্কা
বছরের শেষে এসে এমনিতেই মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল ডেঙ্গু; ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ভারি বৃষ্টি হওয়ায় এ ভাইরাসের বাহক এইডিস মশার বিস্তার নতুন করে বাড়ার শঙ্কা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে।
এ বছর বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৯২৩ জন। আর এখন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৩৮০ জন। সরকারি হিসাবে এ বছর ডেঙ্গুতে ১২০ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর ২০১৯ সালে বাংলাদেশে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।
ভর্তি রোগী এবং মৃত্যুর এই তথ্য ঢাকার ৫৪টি সরকারি-বেসরকারি হাসপাতাল এবং দেশের বিভিন্ন জেলার সিভিল সাজর্ন কার্যালয় থেকে পাঠানো হয়। আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হননি বা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন এমন রোগীরা এই হিসাবের বাইরে থেকে যান।