You have reached your daily news limit

Please log in to continue


ইরানে আমিনির কবরস্থলে শোকার্তরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মাশা আমিনির মৃত্যুর ৪০দিন উপলক্ষ্যে শোক জানাতে কুর্দি অধ্যুষিত শহর সাকেজে এ তরুণীর কবরে অনেক মানুষ জড়ো হয়েছিল। এ সময় তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

সমবেত জনতাকে লক্ষ্য করে ইরানের নিরাপত্তা বাহিনী গুলিও ছুড়েছে বলে দাবি করেছেন একজন প্রত্যক্ষদর্শী।কুর্দি একটি মানবাধিকার গোষ্ঠীও সাকেজ শহরের জিনদান স্কয়ারে নিরাপত্তা বাহিনীর গুলি এবং টিয়ারগ্যাস ছোড়ার কথা জানিয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর ভাইয়ের সঙ্গে তেহরান গিয়ে ঠিকমত হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের হাতে আটক হন ২২ বছরের তরুণী ‍মাশা। তিনদিন পর ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান। মাঝের এই তিন দিন তিনি হাসপাতালে কোমায় ছিলেন।

মাশার পরিবারের দাবি, পুলিশি নির্যাতনে মাশা কোমায় চলে যান। পুলিশের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মাশার মৃত্যু ঘিরে প্রথম তার নিজ শহর সাকেজে এবং সেখান থেকে পুরো ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা এখন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পতন চাইছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন