কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কী করে বুঝবেন বিড়ালের পানিশূন্যতা আছে?

প্রথম আলো প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ২০:১২

বিড়াল এমনিতেই পানি কম খায়। তাই বিড়াল পানি কম খাচ্ছে বলে মনে হলেই ভয় পাবেন না। রোজ অন্তত কতটুকু পানি খেলে বিড়াল সুস্থ থাকবে, জানা থাকলে অহেতুক ভয়ও হবে না, আর প্রয়োজনের তুলনায় সত্যি সত্যিই কম পানি খেলে ব্যবস্থা গ্রহণও সহজ হবে।


পানি তো দিলাম, খাচ্ছে কি?


বিড়ালকে ঠিকভাবে পানি দিলেও সে ঠিক কতটুকু পানি খেল, হিসাব করে রাখা সম্ভব হয় না। বরং বিড়াল কম পানি খাচ্ছে মনে হলে তার পানিশূন্যতা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখা যেতে পারে। এই পরীক্ষা ঘরেই করতে পারবেন খুব সহজে। বিড়ালের দুই কানের মাঝখানের চামড়া আলতোভাবে টেনে ধরার পর ছেড়ে দিলে যদি তা দুই থেকে চার সেকেন্ডের মধ্যে আগের অবস্থানে ফিরে যায়, তাহলে তার কোনো পানিশূন্যতা নেই। আর যদি আগের অবস্থানে যেতে এর চেয়ে বেশি সময় লাগে, তাহলে বুঝতে হবে, বিড়ালটির পানিশূন্যতা রয়েছে। এ রকম হলে প্রাণিচিকিৎসকের পরামর্শ নিতে হবে। পানি কম খাওয়ার ফলে মূত্রথলিতে সংক্রমণ (সিস্টাইটিস) কিংবা মূত্রথলিতে ক্রিস্টাল জমা (ইউরোলিথিয়াসিস) হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও