‘খেলাপি ঋণের কারণে আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে’
প্রথম আলো
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ২০:১০
বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল বলেছেন, ‘খেলাপি ঋণের কারণে আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে। ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর প্রেশার বেড়ে গেছে। এ জন্য সকাল-বিকেল ওষুধ নিতে হচ্ছে। ব্যাংকিং ব্যবসার চেয়ে খারাপ ব্যবসা আর নেই। অসময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ফোন পেলেই আমার প্রেশার বেড়ে যায়। তবে প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণ অন্য ব্যাংকের চেয়ে কম, যা এখন ৩ শতাংশের নিচে।’
প্রিমিয়ার ব্যাংক প্রতিষ্ঠার ২৩ বছর উদ্যাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে খেলাপি ঋণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল এসব কথা বলেন। রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় আজ বুধবার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।