You have reached your daily news limit

Please log in to continue


উড়ন্ত সূচনাকে চূড়ান্ত রূপ দিতে পারল না আইরিশরা

উড়ন্ত সূচনা ইনিংসের মাঝামাঝি পর্যন্ত টেনে নিয়েছিল আয়ারল্যান্ড। শেষদিকের ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য সেটির চূড়ান্ত রূপ আসেনি, মেলেনি আরও বড় সংগ্রহ। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৯.৪ ওভারে তারা ১৫৭ রান তুলে গুটিয়ে গেছে।

একপর্যায়ে আয়ারল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ১০৩ রান। সেখান থেকে আর মাত্র ৫৪ রান যোগ করতেই ৯ উইকেট হারিয়েছে দলটি।

বুধবার মেলবোর্নে গ্রুপ-১ এর খেলায় টসের পর দুদলের খেলোয়াড়রাই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাঠে নেমেছিল। বৃষ্টির কারণে সেটি ৬ মিনিট পিছিয়ে যায়। পরে আবারও নামে বৃষ্টি। দীর্ঘ সময় স্থায়ী না হওয়ায় ১৮ মিনিট পর ফের খেলা শুরু হয়।

টসে হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড স্টোকসের করা প্রথম ওভারে তোলে ৩ রান। পরে বল হাতে নেন ক্রিস ওকস। প্রথম বলেই চার মারেন পল স্টার্লিং। তৃতীয় বলে ৩ রান নেন। তখন আবারও বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। ১.৩ ওভারে আইরিশদের স্কোর ছিল বিনা উইকেটে ১১ রান।

২১ মিনিট পর আবারও ব্যাট-বলের লড়াইয়ের দেখা মেলে। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকলেও স্টার্লিং ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে এক চার ও এক ছক্কায় ১৪ রান করে যান।

মার্ক উডের ১৫০ কি.মি. গতির বল তুলে মারেন আইরিশ ওপেনার। থার্ডম্যানে থাকা স্যাম কারেন ক্যাচ নেন, ভাঙে ২১ রানের ওপেনিং জুটি। উডের পরের বলে এক রান নেন লোরকান টাকার। এ বলের গতি ছিল ১৫১ কি.মি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন