কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিশিতার কণ্ঠে করিমের গান

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৬:১৪

কদিন আগেই সুইডেনে গান গেয়ে দেশে ফিরেছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। দেশে ফিরেই স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে নিশিতা গাইলেন নতুন গান। এবার তিনি কণ্ঠে তুললেন বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান।


নিশিতার সংগীত ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে কোনো ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ আয়োজনে গাওয়া প্রথম গান। শাহ আবদুল করিমের লেখা ও সুর করা ‘সখী কুঞ্জ সাজাওগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে’ গানটির ভয়েজ রেকর্ডিং শেষ করে গত সপ্তাহে নিশিতা অংশ নিলেন গানের ভিডিও রেকর্ডিংয়ে। গানটির সার্বিক তত্ত্বাবধানে আছেন সংগীতশিল্পী ও সুরকার জুয়েল মোরশেদ। নতুন করে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দ্যাখো টিম।


গানটি প্রসঙ্গে নিশিতা বড়ুয়া বলেন, ‘এই গানটির প্রতি ভালোলাগা অনেক আগে থেকেই ছিল। জুয়েল ভাই যখন গানটি গাইবার প্রস্তাব দিলেন, তখনই সানন্দে সম্মতি জানাই। গানটির সংগীতায়োজন ভালো হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে গানটি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও