কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বল টেম্পারিংয়ে যুক্ত ছিল দক্ষিণ আফ্রিকাও, দাবি পেইনের

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৬:০৩

কুখ্যাত ‘বল টেম্পারিং’ ঘটনার পেরিয়ে গেছে চার বছর। এমনকি এ ঘটনার সঙ্গে জড়িত ক্রিকেটাররা শাস্তিও পেয়েছেন। এবার এই ‘বল টেম্পারিং’ ইস্যুতে বোমা ফাটালেন টিম পেইন। 


২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে যায় অস্ট্রেলিয়া। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা ঘটে, যা ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত। পেইনের অভিযোগ অবশ্য এই টেস্ট নিয়ে নয়। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার জানিয়েছেন, জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্টে বল টেম্পারিং করেছিল খোদ দক্ষিণ আফ্রিকাই। 


নিজের আত্মজীবনী ‘দ্য পেইড প্রাইস’-এ জোহানেসবার্গ টেস্ট নিয়ে কথা বলেন পেইন। সেখানে দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের দিকে আঙুল তুললেও নাম প্রকাশ করেননি অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার। পেইন বলেন, ‘আমি সিরিজের চতুর্থ টেস্টে এমনটা হতে দেখেছি। আমি বোলারের প্রান্তে দাঁড়িয়ে দেখেছি, মিড অফে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার বলের আকার বিকৃতির চেষ্টা করছিল। শুধু একবার ভাবুন। কেপটাউনে বল টেম্পারিং নিয়ে শিরোনাম হওয়ার পরেও এমন ঘটনা ঘটেছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও