![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022October/huwai-5g-20221025151838.jpg)
হুয়াওয়ে ফাইভজি পণ্যে ‘নিরাপত্তা ঝুঁকি’ : অপসারণের সময়সীমা বাড়ল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৫:০০
ফাইভজি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সরঞ্জাম অপসারণের জন্য সময়সীমা বাড়িয়েছে যুক্তরাজ্যের সরকার। নেটওয়ার্ক কোর থেকে চীনা কোম্পানির পণ্যগুলো আগামী বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সরাতে হবে।
হুয়াওয়ে ও টেলিকম সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সাথে এক বৈঠকের পর সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাজ্য। তবে ২০২৭ সালের মধ্যে যুক্তরাজ্য থেকে নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সকল পণ্য সম্পূর্ণরূপে সরানোর বিষয়ে আগের আদেশ অপরিবর্তিত থাকবে।
২০২০ সালে জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের পরামর্শে ‘নিরাপত্তা ঝুঁকি’র কথা বিবেচনা করে দেশের ফাইভজি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে পণ্য নিষিদ্ধ করার উদ্যোগ নেয় যুক্তরাজ্য।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নিরাপত্তা ঝুঁকি
- সময়সীমা
- ফাইভজি
- হুয়াওয়ে