মৃত্যুর পর কী হয়, দেখা যাবে বেঁচে থাকতেই! টাকা দিলেই এ বার মিলবে মরণযাত্রার স্বাদ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৫:৫১
এ যেন কিছুটা নিজের শ্রাদ্ধ নিজে খাওয়ায় মতো বিষয়। রাশিয়ার এক সংস্থার দৌলতে এ বার নিজের শেষকৃত্যে নিজেই যোগ দিতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। খরচ পড়বে পঁয়ত্রিশ লক্ষ রুবল। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাতচল্লিশ লক্ষ টাকার মতো।
ইয়াকাটেরিনা প্রেয়োব্রাজেন্সকায়া নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন এমন একটি সংস্থা যা গ্রাহকদের নিজেদের শেষকৃত্য আয়োজন করতে সহায়তা করবে। এই শেষকৃত্যের বিশেষত্বই হল, মৃত্যুর পর নয়, জীবিত অবস্থাতেই মানুষ মৃতদেহ সেজে অংশ নিতে পারেন সেই শেষকৃত্যে। সংস্থার দাবি, কেউ যদি বিশেষ প্যাকেজে নেন, তবে তাঁকে রীতিমতো কফিনে ভরে কবর দেওয়ার বন্দোবস্ত করবে সংস্থা। পরে অবশ্য তাঁকে বার করে আনা হবে কবর থেকে। কেউ চাইলে অনলাইনেও নিজের শেষকৃত্যের আয়োজন করতে পারেন। তাতে খরচ কিছুটা কম। প্রায় বারো লক্ষ টাকার মতো।