মানসিক একাকিত্ব কমিয়েছে করোনা মহামারি
করোনা মহামারিতে বিশ্বব্যাপী মানুষের মানসিক একাকিত্ব কমে এসেছে। বিবিসির এক জরিপে এই ফলাফল পাওয়া গেছে। জরিপের ফলাফল সমর্থন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মানসিক স্বাস্থ্যের ওপর করোনা মহামারির প্রভাব বেশ বৈচিত্র্যপূর্ণ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ৩০টি দেশের মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তি বলেছেন, কোভিড-১৯-এর আগের সময়টার তুলনায় এখন তাঁরা মানসিকভাবে ভালো বোধ করে থাকেন। বিশেষ করে নারী ও তরুণ সম্প্রদায়ের মানুষের মধ্যে এই সুফল বেশি দেখা গেছে।
যেমনটা বলছিলেন ভিয়েতনামের হো চি মিন সিটির বাসিন্দা এনগুয়েন থান গিয়াং। তাঁর বাবা শহর থেকে ৪০০ কিলোমিটার দূরে থাকেন। করোনা মহামারির কারণে দেওয়া লকডাউনের আগে বাবার সঙ্গে ঠিক নিয়মিত যোগাযোগ হতো না ব্যবসায়ী গিয়াংয়ের, বাবার আবাসস্থলে যেতেনও দুই-তিন বছর পর পর। কিন্তু করোনা মহামারি বদলে দিয়েছে সব। গিয়াং বলছিলেন, ‘আগে আমাদের সম্পর্ক অসাধারণ ছিল না। কিন্তু কোভিডের পর আমি বুঝতে পারি যে, নৈকট্য বাড়ানো প্রয়োজন। আর সেই চেষ্টা করতে গিয়েই এখন মনে হয়, আমি আর একা নই।’