১১৪ কোটি টাকার গাড়ি নিলামে সাড়ে ১২ কোটিতে বিক্রি
বিলাসবহুল গাড়িগুলোর মোট বাজারমূল্য ১১৪ কোটি টাকা। তবে, চট্টগ্রাম কাস্টম হাউস নিলামে সর্বোচ্চ দরদাতাদের কাছে ওই ৭১টি বিলাসবহুল গাড়ি ১২ কোটি ৫৩ লাখ টাকায় হস্তান্তরের অনুমোদন দিয়েছে।
শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, গত ১১ বছরে অন্তত ৬ বার গাড়ি নিলামে পাঠানোর পরেও কম সাড়া পাওয়ায় তারা এত অল্প দামে গাড়িগুলো বিক্রি করতে বাধ্য হয়েছেন।
গাড়িগুলো একদিকে যেমন চট্টগ্রাম বন্দরের জায়গা দখল করে আছে, অপরদিকে সেগুলোর অবস্থাও দিনকে দিন খারাপ হচ্ছে।
গত ২৫ সেপ্টেম্বর কাস্টমস হাউস বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, মিতসুবিশি, মার্সিডিজ ও লেক্সাস ব্র্যান্ডসহ প্রায় ৭৮টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলে। পরে ই-নিলাম প্রক্রিয়ায় নথি জমা দিয়ে ৭১টি গাড়ি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন দরদাতারা।
নিলামে গাড়ির সর্বোচ্চ দর উঠেছে আড়াই লাখ থেকে সাড়ে ৫০ লাখ টাকা পর্যন্ত।