You have reached your daily news limit

Please log in to continue


উইকেটের দু'দিকেই বল ঘোরাতে পারি: তাসকিন

নেদারল্যান্ডসের বিপক্ষে বল করতে এসেই যেন বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন তাসকিন আহমেদ। প্রথম দুই বলেই দুই ডাচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন তাসকিন। এরপর নিলেন আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছিল তার হাতে।

তাসকিনের এই সুপারভ পারফরম্যান্সে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডে প্রথম জয়ের (৯ রানের ব্যবধানে) দেখা পেলো বাংলাদেশ। আর মূল পর্বে ১৫ বছর পর পেলো প্রথম জয়ের দেখা।

অস্ট্রেলিয়ার মাটিতে পেসাররা ভালো সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশের পেসাররাও পেয়েছেন। প্রথম ম্যাচেই সেটা প্রমাণ হয়েছে। ম্যাচ শেষে সেরা হিসেবে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাসকিন জানিয়েছিলেন, জয়টা দলের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ‘খুব ভালো একটা জয় পেয়েছে দল। দলের জন্য এ জয়টা খুব দরকার ছিল।’

তাসকিন আরও বলেন, ‘দলের জন্য খুব ভালো একটা জয়। দলের এই মুহূর্তে এই জয়টা দরকার ছিল। দলগতভাবে আমরা ভালো খেলেছি। আমি খুশি, দলের জন্য অবদান রাখতে পারার জন্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন