You have reached your daily news limit

Please log in to continue


স্তন ক্যানসার নিয়ে সচেতনতা জরুরি

অক্টোবর ব্রেস্ট বা স্তন ক্যানসার সচেতনতার মাস। বাংলাদেশে ক্যানসারজনিত মৃত্যু নারীদের বেশি। সঠিক সময়ে ধরা না পড়া, অজ্ঞতা ও অসচেতনতা এর প্রধান কারণ। স্তন ক্যানসারের নানা ধরন সম্পর্কে জেনে রাখা ভালো।

শরীরের কোথাও কোষকলা অস্বাভাবিকভাবে বাড়তে বাড়তে পিণ্ড হয়ে গেলে তাকে টিউমার বলে। টিউমার তিন ধরনের—বিনাইন (ক্ষতিকর নয়), ম্যালিগন্যান্ট (ক্যানসার) ও প্রি–ম্যালিগন্যান্ট (ক্যানসার নয়, তবে ভবিষ্যতে ক্যানসারে রূপ নেওয়ার আশঙ্কা)।

বিনাইন নাকি ম্যালিগন্যান্ট, তা চিকিৎসক পিণ্ডটি হাত দিয়ে পরীক্ষা করে ও ল্যাবরেটরি পরীক্ষা, বায়োপসি বা এফএনএসির মতো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন। ম্যালিগন্যান্ট টিউমারের চিকিৎসা না করালে এক জায়গায় আবদ্ধ না থেকে আশপাশে ছড়িয়ে পড়ে। মূল উৎপত্তিস্থল থেকে আস্তে আস্তে মেটাস্টেসিসের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে ও অন্যান্য অঙ্গ আক্রান্ত করে। তখন আর আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন