লেনদেন বিঘ্নের ঘটনা তদন্তে কমিটি গঠন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারিগরি ত্রুটির কারণ ও সংস্থাটির প্রযুক্তিব্যবস্থার কার্যক্রম খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল সোমবার এ তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে কারিগরি ত্রুটির কারণে গতকাল ডিএসইতে লেনদেন বিঘ্নিত হয়। ফলে এদিন ঢাকার বাজারে লেনদেন হয়েছে মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিট। বর্তমান সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত টানা ৪ ঘণ্টা ২০ মিনিট লেনদেন হয়।
কিন্তু গতকাল সকালে লেনদেন শুরুর ১ ঘণ্টা ২৮ মিনিট পর ডিএসইর লেনদেনের যন্ত্রে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যায়। এতে বেশির ভাগ বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস এদিন স্বাভাবিক লেনদেন করতে পারেনি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, পুঁজিবাজারের জন্য এ ঘটনা অপ্রত্যাশিত। তাই ডিএসই লেনদেন যন্ত্রের সামগ্রিক কার্যক্রম তদন্তে কমিটি গঠন করা হয়।