কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকার আকাশে রোদের দেখা, বিভিন্ন রাস্তায় এখনো পানি, পড়ে আছে গাছ

প্রথম আলো প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১০:৩৯

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে রাজধানীতে আজ সকাল থেকে বৃষ্টি হয়নি। আকাশ বেশ পরিষ্কার। সকাল নয়টার দিকে রোদ উঠেছে রাজধানীর আকাশে।


গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর বৃষ্টি কমে যায়। তবে আজ সকালেও রাজধানীর বেশ কিছু এলাকায় রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে। গ্রিন রোডে পানি নেমে গেলেও পশ্চিম তেজতুরী বাজারে এখনো প্রায় কোমরসমান পানি। ধানমন্ডি ২৭, পূর্ব তেজতুরী বাজার, মহাখালী উড়ালসড়কের নিচে, কাকলী সিগন্যাল থেকে বনানী উড়ালসড়ক পর্যন্ত, শান্তিনগর ও  পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাস্তায় পানি রয়েছে। তবে গতকালের তুলনায় কিছুটা কম।



মহাখালীতে সকালেও রাস্তায় এমন পানি জমে থাকতে দেখা গেছে। ছবি: ফেসবুক


রাজধানীর শান্তিনগর, বসুন্ধরা সিটির সামনে, শাহবাগে বেশ কিছু বড় গাছ পড়ে থাকতে দেখা গেছে।


ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও