কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আশ্রয়কেন্দ্রে দুই লাখ ২০ হাজার মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১৮:২৯

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে ধেয়ে আসছে। এমন পরিস্থিতিতে দেশের ১৫ জেলার ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ১৯ হাজার ৬৯০ জন আশ্রয় নিয়েছেন। জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।


টেলিফোনে সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন জেলার আশ্রয়কেন্দ্র থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।


এতে উল্লেখ করা হয়েছে— খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী— এ ১৫ জেলায় ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ১৯ হাজার ৬৯০ জন আশ্রয় নিয়েছেন। এসব আশ্রয়কেন্দ্রে নেওয়া গবাদি পশুর সংখ্যা ৪৫ হাজার ৪৪২টি।


এসব আশ্রয়কেন্দ্রে মোট ৩৯ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন আশ্রয় নিতে পারবেন। বাগেরহাটে সব থেকে বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এ জেলার ৩৪৪টি আশ্রয়কেন্দ্রে ৪৫ হাজার ১৯৮ জন আশ্রয় নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও