এমপিদের সমর্থনের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে সুনাক

সমকাল যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১৩:৪৯

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। সুনাক জানিয়েছেন, তিনি দেশের 'অর্থনৈতিক স্থিতিশীলতা' ফিরিয়ে আনতে চান। মনোনয়নের সময় শেষের আগেই ক্ষমতাসীন দলের এমপিদের সমর্থনের দিক দিয়ে সুনাক ইতোমধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে মনোনয়নের সময় শেষ হওয়ার কথা রয়েছে।


টোরি পার্টির পক্ষ থেকে ঘোষণা এসেছে, আগামী ২৮ অক্টোবরের মধ্যে নতুন নেতা নির্বাচন করা হবে। এদিকে কনজারভেটিভ পার্টির দুই নেতা বরিস জনসন ও ঋষি সুনাক শনিবার স্থানীয় সময় রাতে বৈঠক করেছেন। বৈঠকে জনসন সুনাককে প্রধানমন্ত্রীর পদে না লড়ার কথা বলেছেন বলে জানা গেছে। তবে ভিন্নমত রয়েছে অনেক পত্রিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও