কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ডাচদের হারিয়ে ১৫ বছর পর টি-২০ বিশ্বকাপে জয়ের স্বাদ

গরমের দেশ থেকে কনকনে শীতের মধ্যে পড়া। তাসমান সাগরের হিম মেশানো বাতাস। তার মধ্যে থেমে থেমে গায়ে কাঁটার মতো ফোটা বৃষ্টি। বিরুদ্ধ কন্ডিশন বলতে যা বোঝায় তার সব ঘরে টিক দিয়েছে হোবার্টের বেলেরিভ ওভাল। ওই কন্ডিশন জয় করে ডাচদের বিপক্ষে ১০ রানে জিতেছে বাংলাদেশ। 

টি-২০ বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছর পরে টাইগাররা পেয়েছে জয়ের স্বাদ। সেই ২০০৭ সালে; টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছিল মাশরাফি-আফতাবদের বাংলাদেশ। পরের ছয় আসরে কেবল বাছাইপর্বের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। মধ্যে ভারত-শ্রীলঙ্কাসহ বেশ কিছু ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে। এবার মিলল জুজু। তাও সহজ ম্যাচ কঠিন করে!  

সোমবার হোবার্টের ম্যাচে টস পক্ষে আসেনি বাংলাদেশের। শুরুটা ভালো হলেও ব্যাটাররা প্রত্যাশা মেটাতে পারেননি। কিছু দায় উইকেটের ছিল। তবে ৮ উইকেটে ১৪৪ রানে আটকে যাওয়ার মতো কঠিন উইকেটও ছিল না। ওপেনার সৌম্য সরকার এবং নাজমুল শান্ত ওপেনিং জুটিতে ৪৩ রানের ভিত্তি দিয়েছিলেন। ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে সৌম্য-শান্ত সমালোচনার জবাবটা পুরোপুরি দিতে পারেননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন