গাইবান্ধা উপ-নির্বাচন: প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তদন্ত কমিটি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১১:৫২

গাইবান্ধা উপ-নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ‘অনিয়মের’ ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের কাজ গুছিয়ে এনেছে।


কমিটির আহ্ববায়ক ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, সোমবারের মধ্যেই তারা প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


“আমাদের তদন্ত কাজের সময় শেষ হচ্ছে আজ। ইতোমধ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের বক্তব্য নিয়েছি। সুপারিশসহ প্রতিবেদন চূড়ান্ত করার কাজ চলছে। আজই জমা দেওয়ার চেষ্টা করব।”


তবে সব কাজ করা সম্ভব না হলে আরও দুয়েকদিন সময় চেয়ে কমিশনে আবেদন করা হতে পারে বলে ইংগিত দেন এ কর্মকর্তা।


কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার গাইবান্ধায় গিয়ে তদন্ত কাজ চালান তদন্ত কমিটির সদস্যরা।


গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও