You have reached your daily news limit

Please log in to continue


৪ বছর ধরে অকার্যকর কলাপাড়া রাডার স্টেশন

যান্ত্রিক ত্রুটির কারণে পটুয়াখালীর কলাপাড়ার রাডার স্টেশনের কার্যক্রম ৪ বছর ধরে বন্ধ আছে। স্টেশনটির ফ্রিকোয়েন্সি ইমেজ শাখার ট্রান্সমিশন সিস্টেম ও সার্ভে সিস্টেমের যন্ত্রাংশের ত্রুটির কারণে ২০১৮ সালের ২৬ এপ্রিল থেকে এর অপারেশনাল কার্যক্রম বন্ধ।

স্টেশনটির পাইলট বেলুন অবজারভেটরি (পিবিও) থেকে ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারণ ও ঘূর্ণিঝড় সংক্রান্ত বার্তা দেওয়া সম্ভব হচ্ছে না।

আগে এ স্টেশন থেকে ৪০০ কিলোমিটার এলাকার মধ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও ঝড়ের গতিপথ নির্ণয় করা যেত।

রাডার স্টেশন কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, ১৯৬৯ সালে কলাপাড়া উপজেলা শহরে ১০ দশমিক ১৬ একর জমির ওপর কনভেনশনাল রাডার স্টেশনটি স্থাপন করা হয়। এটি তখন কেপিআই-গ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল।

২০০৮ সালে কনভেনশনাল রাডারের প্রযুক্তিগত কার্যকারিতা কমে যায়। এরপর কেন্দ্রটির পুরনো অবকাঠামো ভেঙে এবং কনভেনশনাল প্রযুক্তি বাদ দিয়ে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে জাপান রেডিও কোম্পানি (জেআরসি) বিশ্বের সর্বাধুনিক ডপলার প্রযুক্তির রাডার স্থাপন করে। বর্তমানে এই রাডারটি কেপিআই-খ শ্রেণির অন্তর্ভুক্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন