ঘূর্ণিঝড় সিত্রাং : প্রস্তুতি ও মোকাবিলা জরুরি

ঢাকা পোষ্ট কবিরুল বাশার প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১১:২৫

ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র উপকূলের দেশ হওয়ায় বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রবণ দেশ। বাংলাদেশের ইতিহাস থেকে দেখা যায় ঘূর্ণিঝড়ের প্রাণহানিও নেহাত কম নয়। প্রাণহানি ছাড়াও ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী আগামী ২৫ অক্টোবর সন্ধ্যায় ঘূর্ণিঝড় ’সিত্রাং’ বাংলাদেশে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে আছে ১৯টি জেলা।


সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এই জেলাগুলোর অদূরবর্তী দ্বীপগুলোয় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এবং চরগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে, সিত্রাং সুপার সাইক্লোনে রূপ নেবে না বলেও জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও