কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মশা যে কারণে কিছু মানুষকে অন্যদের চেয়ে বেশি কামড়ায়

কিছু মানুষকে মশা বেশি কামড়ায়। এর সঙ্গে সম্ভবত তাদের ত্বকের গন্ধের বিষয়টির সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন গবেষকরা। নতুন গবেষণায় দেখা গেছে, মশা যাদের বেশি কামড়ায় তাদের ত্বকে নির্দিষ্ট কিছু রাসায়নিকের উপস্থিতি থাকে, যা গন্ধের সঙ্গে যুক্ত।

এ ছাড়া গবেষকরা দেখেছেন, একবার মশার ‘পছন্দের তালিকায়’ জায়গা করে নিলে সব সময়ই থাকতে হয় সে তালিকায়। অর্থাৎ মশার কামড়ের হাত থেকে আর রেহাই নেই ওই ব্যক্তির! গবেষণাটি গত মঙ্গলবার সেল সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রকেফেলার ইউনিভার্সিটির নিউরোবায়োলজিস্ট লেসলি ভসহল বলেন, ‘ত্বকে যদি ওই জিনিসগুলো (রাসায়নিক) উচ্চ মাত্রায় থাকে তাহলে আপনাকেই মশার কামড়ের কেন্দ্রে থাকতে হবে। ’

জানা গেছে, এ গবেষণায় রকেফেলার ইউনিভার্সিটি থেকে ৬৪ জন স্বেচ্ছাসেবীকে বেছে নেওয়া হয়। তাদের বাহুর ওপর নাইলনের কাপড় পরতে বলা হয়। এর মূল উদ্দেশ্য ছিল, সে কাপড়ে তাদের ত্বকের গন্ধ ধারণ করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন