কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন গুণ দাম, আছে ঝুঁকি, তবু গ্যাস চান শিল্পমালিকেরা

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ২২:৩২

গ্যাস-সংকটে পড়ে কারখানা চালাতে নানা উপায় খুঁজছেন দেশের শিল্পমালিকেরা। তিন গুণ বেশি দামে তাঁরা সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে করে গ্যাস নিতে চান শিল্পে। কোনো উপায় না পেয়ে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ এ উপায়ে কারখানা সচল রাখতে চাচ্ছেন তাঁরা। তবে সরকারের অনুমতি ছাড়া এভাবে গ্যাস দিতে রাজি হচ্ছেন না সিএনজি স্টেশনের মালিকেরা।


শিল্পপ্রতিষ্ঠানে সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়ে করণীয় জানতে রোববার পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে সিএনজি স্টেশনমালিকদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।


সিএনজি স্টেশন থেকে সিলিন্ডার করে গ্যাস নিতে তাদের অনুরোধ করে তৈরি পোশাক খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও সিরামিক খাতের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) চিঠি দিয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও