কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড মানেই চোখ বন্ধ! চুম্বনের সময়ে কেন এমন হয়?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১৮:৫০

যৌবনে কলেজ কেটে প্রথম সিনেমা দেখতে গিয়ে প্রিয় মানুষটির ঠোঁটে ঠোঁট রাখার অভিজ্ঞতা অনেকেরই আছে। সেই প্রেম টিকুক আর না টিকুক, প্রথম চুম্বনের স্বাদ কিন্তু কখনও ভোলার নয়। হার্টের স্বাস্থ্য ভাল রাখা, মানসিক উদ্বেগ কমানো থেকে মুখের মেদ কমাতে চুমুর কিন্তু জুড়ি মেলা ভার। চুমুর উপকারিতা নিয়ে গবেষণাও কম হয়নি।


তবে প্রেমের প্রকাশে গভীর চুমু হোক বা নেহাতই স্নেহচুম্বন— চুমুর সময়ে বেশির ভাগেরই চোখ বন্ধ হয়ে আসে। কেন এমনটা হয়? ভেবে দেখেছেন কখনও?



ভাবছেন নিশ্চয়ই প্রতিবর্ত ক্রিয়ার ফলে চুমুর সময়ে আপনার চোখ বন্ধ হয়ে যায়? বিজ্ঞান কিন্তু এমনটা বলছে না। গবেষকদের মতে, এই সময়ে মস্তিষ্কে ভাল লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক একসঙ্গেই দু’টি কাজ ভাল করে করতে পারে না। তাই দর্শনেন্দ্রিয়র তুলনায় স্পর্শজনিত বিষয়কে গুরুত্ব দিয়ে চোখকে বন্ধ হয়ে যাওয়ার নির্দেশ পাঠায় মস্তিষ্ক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে