কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দাম বেড়েছে আরেক দফা, প্যাকেটজাত চিনি উধাও

প্রথম আলো প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১১:৩৭

হঠাৎ দেশের চিনির বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। বাজারে দেখা দিয়েছে সংকট। এই সুযোগে আরেক দফা দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি ও খুচরা পর্যায়েই খোলা চিনির দাম সপ্তাহ ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আর সরকার নির্ধারিত ৯৫ টাকা দরের প্যাকেটের চিনিও উধাও। অনেক ক্ষেত্রে প্যাকেট চিনি খুলে বাড়তি দামে বিক্রি করছেন বিক্রেতারা।


গতকাল শনিবার পাইকারি ও খুচরা চিনির ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। দুদিন আগে, বৃহস্পতিবার ১০০ টাকার ওপরে উঠেছিল। তাতে দুদিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা; আর সপ্তাহ ব্যবধানে বাড়ল ১৫ থেকে ২০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও