জিরাফ ও জলহস্তী শাবকের ‘ভালোবাসা’
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০৯:৩৭
কার্টুন বা অ্যানিমেশনের ভক্ত, অথচ মাদাগাস্কার সিনেমাটি দেখেননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। ২০০৫ সালে এ সিনেমা পশুপাখিদের নিয়ে নির্মিত হয়। মূল চরিত্র একটি সিংহ, একটি জেব্রা, একটি জলহস্তী ও একটি জিরাফ। সিনেমায় সিংহ ও জেব্রা বন্ধু, যেন মানিকজোড়। আর জিরাফ ও জলহস্তীর মধ্যে ভালোবাসার সম্পর্ক। জিরাফ-জলহস্তীর ওই ভালোবাসা এবার রুপালি পর্দা ছাড়িয়ে যেন ধরা পড়েছে বাস্তবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘটনার ওপর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কোনো চিড়িয়াখানায় ধারণ করা বলে মনে হয়েছে। সেখানে দেখা যায়, খাঁচার ভেতর থেকে দুটি জিরাফ মাথা বের করে রেখেছে। সেগুলোর একটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায় একটি জলহস্তীশাবক। কাছে গেলে জিরাফটি মাথা নামিয়ে জলহস্তীশাবকটির মুখ স্পর্শ করে, নাকে নাক মিলিয়ে জানান দেয় ভালোবাসার কথা।
- ট্যাগ:
- জটিল
- ভালোবাসার সম্পর্ক
- পশুপাখি